রাজনীতি শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে আরও ৪২ জনের বিরুদ্ধে মামলা

image 21553 1694090819
print news

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হামলার ঘটনায় ৪২ জনকে আসামি করে নতুন একটি মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুয়ীদুর রহমান বাকি বাদী হয়ে আদালতে মামলাটি করেছেন।

এই ঘটনায় এর আগেও দুটি মামলায় বিশ্ববিদ্যালয়ের ২৪ ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করা হয়। নতুন মামলায় আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের নাম যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার ওসি এ আর মুকুল। তিনি বলেন, ওই ঘটনায় এ পর্যন্ত সব মিলিয়ে ৩টি মামলা রুজু হয়েছে। আমরা সবগুলো মামলায় তদন্ত করছি। তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নতুন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসামি হিসেবে আছেন- তানজিদ মঞ্জু (ইংরেজি), আল মোবাশ্বের রিদম (গণিত), অমিত হাসান রক্তিম (আইন), আবিদ হাসান (গণিত), মাহমুদুল হাসান তমাল (আইন), আল সামাদ শান্ত (ভূতত্ত্ব ও খনিবিদ্যা), শরিফুল ইসলাম (হিসাববিজ্ঞান), খালিদ হাসান রুমি (ভূতত্ত্ব ও খনিবিদ্যা), মজিবুল ইসলাম অলি (মার্কেটিং), শিহাব উদ্দিন রিফাত (ইংরেজি), মো. রায়হান ইসলাম (গণিত), শরিফুল ইসলাম নিলয় (সমাজবিজ্ঞান), নাহিদ রাফিন (রসায়ন), সরোয়ার আহমেদ সাইফ (অর্থনীতি), মাসুম রানা (মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান), শেখ তুষার ইমরান (বাংলা), আব্দুল্লাহ আল নোমান (ব্যবস্থাপনা), ফারদিন খান (ইতিহাস ও সভ্যতা)।

অন্য আসামিরা হলেন রাকিবুল হাসান (বাংলা), ইব্রাহিম সিকদার শাওন (হিসাববিজ্ঞান) , রুহুল আমীন (গণিত), ইব্রাহিম খলিল (আইন), মুশফিকুর রহমান সজল (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আহমেদ মেহেদী (অর্থনীতি), রাকিব হোসেন (বাংলা), আহনাফ তাহমিদ (অর্থনীতি), হাসিব রায়হান মুন্না (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), মাহির শাহরিয়ার (মার্কেটিং), সোহান হাসান (হিসাবিজ্ঞান), সাইমন মোস্তফা ইমন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আলবির ইসলাম (ফিন্যান্স এন্ড ব্যাংকিং), আবিদ আনোয়ার রিদয় (হিসাববিজ্ঞান) , তাজ ইসলাম (হিসাববিজ্ঞান), তুজাম্মেল হক শিমুল (উদ্ভিদবিজ্ঞান), ইভান ইব্রাহিম (ইংরেজি), সাদমান সাবাব, কাওছার আহমেদ শাহীন (পদার্থবিজ্ঞান)।

এ ছাড়া বহিরাগত হিসেবে আসামি করা হয়েছে নগরীর ১২ নং ওয়ার্ড নিবাসী শেখ দোদুল, নথুল্লাবাদ এলাকার মাসুদ রানা বাবু, বৈদ্যপাড়া এলাকার এনামুছ জাহান ইফতি, তাজিম ইসলাম জিম ও মেহেরাব জয়।

এর আগে গত ৫ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ও বঙ্গবন্ধু হলে হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রতিপক্ষের ওপর হামলা করে। পরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন শিক্ষার্থী আহত হয়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *