বরিশাল বাংলাদেশ

বাকেরগঞ্জে ৩০ বস্তা চালসহ আওয়ামীলীগ নেতার গুদাম সিলগালা

775594 177
print news

বাকেরগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতার গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সিলগালা করেছেন ট্যাগ অফিসার মোক্তার হোসেন। উপজেলার কলসকাঠী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ওই ডিলার হলেন মনির শরীফ।
স্থানীয়রা জানান, কলসকাঠী ইউনিয়নের মুদিঘাট এলাকার আওয়ামী লীগ নেতা মনির শরীফের গুদামে চাল মজুদ দেখে ইউএনওকে খবর দেয়া হয়। ইউএনও সজল চন্দ্র শীল সংশ্লিষ্ট ট্যাগ অফিসারকে ঘটনাস্থলে গিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ গুদাম সিলগালা করার নির্দেশ দেন। ট্যাগ অফিসার ৩০ বস্তা চালসহ গুদামটি সিলগালা করেন। ট্যাগ অফিসার মোক্তার হোসেন জানান, ডিলার মনির শরীফের দায়িত্বে ৬০২ টি কার্ড রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে কার্ড প্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কলসকাঠী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির শরীফ দীর্ঘদিন থেকেই খাদ্যবান্ধব কর্মসূচির চাল কার্ড প্রতি ৩০ কেজির স্থলে ২৪-২৫ কেজি করে দিয়ে বাকি চাল চুরি করে নুরজাহান কোম্পানির খালি বস্তায় ভর্তি করে তার চাচা শ্বশুর কবিরের মুদি দোকানে বেশি মূল্যে বিক্রি করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ পেয়ে তিনি ৩০ বস্তা নুরজাহান নামের প্লাস্টিক ব্যাগ ভর্তি এবং ২০ বস্তা সালাম সুপার চালসহ একটি গুদাম সিলগালা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, বস্তা ভর্তি চাল সরকারি কিনা তা পরীক্ষা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *