মিডিয়া

সমকালের ভান্ডারিয়া প্রতিনিধি ছগীর হোসেনের মৃত্যু :শোক প্রকাশ

image 414890
print news

দৈনিক সমকালের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মো. ছগীর হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। বুধবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মা-বাবাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে ভান্ডারিয়ার নিজ বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার  বিকেল সাড়ে ৫টায় ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে প্রথম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ধাওয়ায় ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভান্ডারিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার।
এক শোক বার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *