খেলাধুলা

ক্রিকেটারদের এত দোষ খোঁজা হয় না পৃথিবীর কোথাও

abdur razzak 15 20230911 202043343
print news

এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশের পারফর্মেন্স যাচ্ছেতাই। সেই গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর বলার মতো কোনো পারফর্মেন্স নেই। সময়ের সেরা দল নিয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া টাইগারদের কাছে এই পারফর্মেন্স হতাশা বাড়িয়েছে সমর্থকদের। চারদিক থেকে ভেসে আসছে সমালোচনা। তবে সমালোচনাকে স্বাগত জানালেও এতটা বাড়াবাড়ি মানতে পারছেন না আব্দুর রাজ্জাক।

সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কলম্বোয় থাকা অন্যতম নির্বাচক রাজ্জাক বলেন, ‘কেউ ক্লিক না করলে হয় নির্বাচকদের দোষ, হয় প্রেসিডেন্টের দোষ, নাহয় কোচ, অধিনায়কের দোষ। আমরা কেন এতো দোষ খুঁজি আমি বুঝি না। ঠিক আছে এটা ম্যাটার করে না। আপনিই ক্লিয়ার করে দিলেন আপ টু দ্যা মার্ক না। এখন ক্লিক না করলে কিছু করার নাই। সে (নাঈম) নিজেই বুঝবে কি করতে হবে না হবে।’

তিনি দলের ব্যাটিং অর্ডার নিয়ে মন্তব্য করে বলেন, ‘একমাত্র আমাদের দেশেই ওপেনিংয়ে কে খেলবে, সাতে কে খেলবে, আটে কে খেলবে, দশে কে খেলবে—সবার এ নিয়ে চিন্তার শেষ নেই। পৃথিবীর কোথাও আমি এটা দেখিনি। দলের যখন যেখানে যাকে দরকার হবে, তখন সে সেখানে খেলবে। এখানে বাইরে থেকে বলার কিছু নেই। এটার কারণেও খেলোয়াড়রা চাপে থাকে।’

আসরে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন ওপেনার হিসেবে খেলা নাঈম শেখ। অধিনায়ক সাকিবের পর এবার রাজ্জাককেও পাশে পেলেন এই ওপেনার, ‘একটা ছেলে এখানে ভালো খেলছে। তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ তা না। যখন আন্তর্জাতিক আঙিনায় সে পরিচিত হয়েছে তখন সে এতোটা খারাপ ছিল না। এখন যেরকম খেলছে…একটা সময় সে ভালো সময় কাটিয়েছে প্রিমিয়ার লিগে।’

রাজ্জাক আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা বা ও যেরকম আশা করছে সেরকম হয়তো হচ্ছে না। তার মানে এই না যে ওকে ছুঁড়ে ফেলা হবে, ওর উপর চাপ তৈরি করা হবে। একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে বা অন্য যেকোন পর্যায়ে খেলে…সে খারাপ খেললে কিন্তু নিজেই বুঝে। এতোভাবে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় না।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *