প্রায়ই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। কাজের বাইরেও তিনি নানা কারণেই হন সংবাদের শিরোনাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট করা ছবি নিয়ে চলে নানা চর্চা। এবার তার এক ছবিকে ঘিরে কটাক্ষের শিকার হতে হলো তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, কয়েক দিন আগে অরুণাচল প্রদেশে শুটিং করতে গিয়েছিলেন মধুমিতা। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে সমালোচনার সম্মুখীন হতে হলো তাকে।
গতকাল রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন মধুমিতা। তার মুখে এসে পড়েছে সোনালি রোদ। বোঝাই যাচ্ছে, মেকআপ নেই তার মুখে। আর এতেই কটাক্ষের শিকার হলেন তিনি।
একজন লিখেছেন, ‘লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস!’ আরেক একজন লিখেছেন, ‘মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!’। অপর একজন লিখেছেন, ‘মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গিয়েছে।’
তবে এসব নেতিবাচক মন্তব্যের কোনো উত্তর দেননি মধুমিতা। কোনো দিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি।
শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং শেষ করেছেন মধুমিতা। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত