বরিশাল বাংলাদেশ

পাথরঘাটায় জীবিত মুরগি-ছাগলের রক্ত দিয়ে চিকিৎসা করে তান্ত্রিক কবিরাজ মিনারা

pathorgata
print news

বরগুনার পাথরঘাটায় জীবিত মুরগি ও ছাগলের রক্ত বের করে সেই রক্ত রোগীর মুখ ও হাতে-পায়ে মেখে চিকিৎসা দেওয়ার অভিযোগ তান্ত্রিক কবিরাজ মিনারা বেগমের বিরুদ্ধে। এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্বামী শামীম। এসব কথা সাংবাদিকদের কাছে অকপটে স্বীকার করেছেন অভিযুক্ত মিনারা বেগম। তিনি একসঙ্গে দুটি ধর্ম পালনের কথাও স্বীকার করেছেন। মিনার বেগম পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তার শ্বশুর ইউসুফ কবিরাজের বাড়িতে বসেই এ চিকিৎসা দিয়ে আসছেন। সরজমিনে গেলে মিনারা বলেন, শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিরোধ হলে ১৬ বছর আগে চট্টগ্রামে গৃহকমীর কাজে যান তিনি। সেখানে গিয়ে তান্ত্রিক কবিরাজ বাবা তাহেরীর আস্তানার সন্ধান পেয়ে তার ভক্ত হন। সেখান থেকে তিন বছর সাধনা করে স্বপ্ন দেখে আধ্যাত্মিকতা লাভ করেন। এরপর দেশের মানুষের সেবার উদ্দেশ্যে নিজ বাড়ি বরগুনার পাথরঘাটায় এসে ক্যানসার, আলসার, দাম্পত্য কলহের সুরাহাসহ জাদু-টোনার চিকিৎসা দিয়ে থাকেন। মিনারা জানান, তার ওপর দুটো জিনিস ভর করে আছে। একটি ভালো ও অপরটি খারাপ। ভালোটাকে ফুল-ফল ও গোলাপ জল দিয়ে পবিত্র রাখতে হয়। তার জন্য ঘরের কোনে একটি আস্তানা তৈরি করে রেখেছেন। অপরটির জন্য তাজা রক্তের খাবার দিতে হয়। রোগের চিকিৎসা ভেদে ১ হাজার ৬৫১ থেকে ২ হাজার ৬৫১ টাকা নিয়ে থাকেন। তার ওপর ভর করা ভালোটার জন্য নামাজ ও খারাপটার জন্য পূজা করেন।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাসুদ রানা বলেন, প্রান্তিক এই এলাকার মানুষের সরলতার সুযোগ নিয়ে এলাকায় কিছু প্রতারক চক্র প্রতারণা করছে। এদেরকে আইনের আওতায় আনা উচিত। তিনি আরও বলেন, এখনই আইনি ব্যবস্থা না নিলে আরও অনেকে এই প্রতারণার শিকার হবেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *