সেটা আমার ব্যাপার: বর্ষা


কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পোশাক ব্র্যান্ডের নাম ভুল বলেছিলেন ঢালিউড অভিনেত্রী বর্ষা। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়াতেই পড়ে যায় হাসির হুল্লোড়। সেইসঙ্গে মুহুর্মুহু কটাক্ষের তীর ছুটে যেতে থাকে বর্ষার দিকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা। জানালেন, গুচিকে তিনি গুছি বলবেন না ঘুষি বলবেন সেটা তার ব্যাপার।
এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষা বলেন, ‘আমার কাছে সবার আগে আমার স্বামী ও সন্তান। অথচ এই ভালো জিনিসগুলো তুলে না ধরে তারা তুলে ধরে আমি বর্ষা কোন রেস্টুরেন্টে যাই, কোন ফাইভস্টার হোটেলে খাই, কী ব্র্যান্ডের কাপড় পড়ি, নামটা কী ভুল বললাম না সঠিক বললাম। এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কথা হচ্ছে গুচিকে আমি গুছি বললাম নাকি ঘুষি বললাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা বলেই তো ১২ বছর আমি কেনাকাটা করছি। যেখানে গিয়ে প্রোডাক্ট কিনছি তাদের তো কোনো সমস্যা হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যাদের সাথে চলাফেরা করি, ওঠা বসা করি বিশেষ করে ফরেনার। আমার যে বয়স আমার যে জায়গা থেকে মি তাদের সঙ্গে কথা বলি তারা তো আমাকে এপ্রিশিয়েট করেন।’
এ সময় বর্ষা জানান, এরপর থেকে তাকে নিয়ে নেতিবাচক কিছু ছরানো হলে যারা ছরাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তিনি। এরইমধ্যে কয়েকটি পেজের তালিকা করেছেন বলে জানিয়েছেন এ নায়িকা।
বর্ষার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মো. ইকবাল। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন অনন্ত জলিল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।