বিনোদন

মিম কেন থাইল্যান্ডে

mim
print news

গত ১১ সেপ্টেম্বর হুট করে থাইল্যান্ডে উড়াল দিলেন বিদ্যা সিনহা মিম। অথচ মিমকে তো এই সময়ে দেশেই থাকার কথা। কারণ ২২ সেপ্টেম্বর তার অভিনীত দেশের প্রথম সাইবার থ্রিলার গল্পের সিনেমা ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে। অনলাইন-অফলাই দুই মাধ্যমেই সিনেমাটির কলাকুশলীলা প্রচারণায় ব্যস্ত। এই প্রচারণায় পিছিয়ে ছিলেন না মিমও। তাহলে হুট করেই থাইল্যান্ড যাত্রা কেনো এই নায়িকার? তাও আবার থাকবেন সপ্তাহ খানেক সময়।

মিম বললেন, ‘ব্যক্তিগত প্রয়োজনে আমার আর সনির এই থাইল্যান্ডে আসা। ফিরব আগামী ১৮ সেপ্টেম্বর। এতে করে কিন্তু সিনেমার প্রচারণায় কোনো ঘাটতি হবে না। সবার মত আমিও ভার্চুয়ালি প্রচারণায় অংশ নিচ্ছি। আর এসে পুরোদমে প্রচারণায় নামব।’ আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’।

এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও রোবট ইঞ্জিয়ার হিসেবে সুনেরাহ বিনতে কামালকে।আগামী ১৫ সেপ্টেম্বর সিনেমাটির প্রমোশনাল গান ‘ওয়েলকাম টু অন্তর্জাল’ প্রকাশ পাবে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

পরিচালনা পাশাপাশি এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *