প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিএনপির ২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী থানায় দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইফি শিকদার মিমি (২৫) ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম শিকদার (৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০-২৫ নেতাকর্মী।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলবদ্ধ হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা করেছে। তাৎক্ষণিক পুলিশ পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করেছে। তাকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্তে সাইবার অপরাধ নিরাপত্তা আইনে অপরাধের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আফজাল হোসেন জানান।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত