বিনোদন

সাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কারিনা

image 23141 1694601505
print news

বেশ কয়েক বছর প্রেমের পর নবাব পুত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ‘কাপুর’কন্যা কারিনা। বিয়ের সময় তাদের বয়সের পার্থক্য থেকে ধর্ম নিয়ে নানা কথা শুনতে হয়। অবশেষে সাইফ আলি খানের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কারিনা কাপুর।

কারিনা কাপুরের সাথে ২০১২ সালে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলি খান। প্রথমে বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিংকে। বয়সের তুলনায় সাইফের থেকে কিছুটা বড় ছিলেন অমৃতা। তারপর কারিনাকে বিয়ে করেন সাইফ আলি খান। সাইফের থেকে কারিনা কাপুর ১০ বছরের ছোট। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় দু’জনকে। বিয়ের প্রায় ১২ বছর পর এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কারিনা কাপুরের জন্ম ১৯৮০ সালের সেপ্টেম্বরে আর সাইফের জন্ম ১৯৭০ সালের আগস্টে। তাদের মাঝে বয়সের পার্থক্য নিয়ে কারিনা কাপুর বলেন, বয়স বাড়ার সাথে সাথে সাইফ যেন আরও বেশি সুন্দর হচ্ছেন। বয়সের এই তারতম্যের জন্য তিনি খুশি। বরং ভয় পাওয়ার কথা নাকি সাইফ আলি খানের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, আমার কাছে বয়সটা একেবারেই ভাবনার বিষয় নয়। সাইফ আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। কে বলবে ওর বয়স ৫৩। ওর থেকে ১০ বছরের ছোট বলে আমি খুশি। আসলে সাইফেরই খানিক চিন্তায় থাকা উচিত, আমার নয়। বয়স নয় বরং পারস্পরিক শ্রদ্ধাটাই আসল।

ধর্ম নিয়ে অভিনেত্রী বলেন, ধর্ম নিয়ে অনেক ধরনের আলোচনা হয় আমাদের মধ্যে। তবে এভাবেই তো এত বছর পেরিয়ে গেল। আমাদের সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একে অপরের সঙ্গ ভালোবাসি। আসলে আমাদের সম্পর্কে ধর্ম কিংবা বয়সের মতো বিষয়গুলো কোনো প্রতিবন্ধকতা নয়।

উল্লেখ্য, বিয়ের চার বছর পর ২০১৬ সালের ২০ ডিসেম্বর কারিনার কোলজুড়ে আসে এক ফুটফুটে পুত্রসন্তান। সাইফ-কারিনা দম্পতি ছেলের নাম দেন তৈমুর।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *