বিশেষ সংবাদদাতা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -১ আসন থেকে তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা সমাজসেবক ও রাজনীতিবীদ মেহেদী হাসান রনি ন্যাশনাল পিপলস পার্টি (এন পি পি) থেকে একজন প্রার্থী।
মেহেদী হাসান রনিকে ঘিরে ন্যাশনাল পিপলস পার্টি'র (এন পি পি) নেতাকর্মীরা উজ্জীবিত। এনপিপির রাজনীতির মধ্যদিয়ে রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত পিরোজপুর জেলাসহ গোটা বাংলাদেশে।
আসন্ন সংসদ নির্বাচনে দলের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও সমর্থকরা। এনপিপির রাজনীতির মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু। বর্তমানে তিনি ন্যাশনাল পিপলস পার্টির (এন পি পি) এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব। এছাড়া বরিশাল বিভাগ ও বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও সাংগঠনিক দ্বায়িত্ব পালন করছেন কেন্দ্র থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে। ন্যাশনাল পিপলস পার্টির (এন পি পি) বরিশাল বিভাগে শক্তিশালী করার জন্য নিরবে কাজ করে দলকে সু সংগঠিত করেছেন।
২০১৮ সালে পিরোজপুর -১ আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টির (এন পি পি) দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়েছেন। রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত মেহেদী হাসান রনি এবার পিরোজপুর -১ আসন থেকে আবারো এন পি পির মনোনয়নে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়াই করবেন । দলীয় মনোনয়ন পাবেন বলে আশ্বস্থ করেছেন দলের হাই কমান্ড।
এনপিপি পিরোজপুরের নেতা কর্মীরা জানিয়েছেন,মেহেদী হাসান রনি এনপিপির একটি আশ্রয়স্থল। তাকেই এনপিপি মনোনয়ন দেবে বলে আমরা বিশ্বাস করি। দিন বদলের অভিযাত্রায় সমৃদ্ধ পিরোজপুর গড়তে আম মার্কায় ভোট দিন শ্লোগান সম্বলিত লিফলেট প্রচারসহ এলাকায় সামাজিক,মানবিক ও দলীয় প্রোগ্রাম করে আসছেন বহুদিন যাবৎ।
এ ব্যাপারে রনি বলেন,দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি সম্পৃক্ত । এর আগে বা পরে অন্য কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না ।দল ও জনগন যদি আমাকে ভালোবাসে এবং দোয়া করে তাহলে আমি পিরোজপুর -১ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হবো এনপিপি থেকে। এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু এর নির্দেশে আমি পিরোজপুর-১ আসনের তৃণমৃল পর্যায়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে নির্বাচনী মাঠে গণসংযোগ, সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছি। জনাব রনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আম মার্কার পক্ষে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।
মেহেদী হাসান রনি আরো বলেন,আমি যদি নির্বাচিত হই তাহলে পরনির্ভরশীলতা কমাতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।তিনি বলেন, অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি করাই আমার লক্ষ্য। আমি মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবো।
পিরোজপুর -১ আসনের অন্তর্ভুক্ত এলাকা এখনো অনেক অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজকে তথ্য প্রযুক্তি নির্ভর আর্থকর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আশা করি জনগন আমাকে সেই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য, মেহেদী হাসান রনির জন্ম স্থান পিরোজপুর জেলার নাজিরপুরে। তিনি ন্যাশনাল পিপলস পার্টির ( এন পি পি )প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর একান্ত সহচর ছিলেন। বর্তমান দলটির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু।তিনিও রনিকে খুবই পছন্দ করেন সততা, সাহসী ও দলের নিবেদিত প্রান হিসেবে কাজ করায়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত