শিক্ষা

প্রধানমন্ত্রীর ভূমিকা “ভাইয়েরা আমার” বইটি শিক্ষা প্রতিষ্ঠানের বিতরণ

IMG 20230916 WA0004
print news

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুশত বক্তৃতা সম্বলিত “ভাইয়েরা আমার” ভাষণ সমগ্র বইটি বিতরণ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন মোল্ল্যাহ’র হাতে এই বইটি তুলে দেন প্রবাসী মনজুর হোসেন। মনজুর হোসেন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে। তিনি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা ছাত্রলীগের সিনিয়র সদস্য ছিলেন।

বই বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব সিরাজী, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য শাহজাহান মিয়া, জহিরুল ইসলাম সিরাজী প্রমুখ।

জানা যায়, ভাইয়েরা আমার ভাষণ সমগ্র বইটির নাম প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। এছাড়া তিনি বইটির ভূমিকাও লিখেছেন।প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন। জিনিয়াস পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।বইটিতে প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে আলাদাভাবে প্রদর্শন করা হয়েছে। এছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে।

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামাল হোসেন মোল্ল্যাহ বলেন, “ভাইয়েরা আমার” ভাষণ সমগ্র বইটি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মনজুর হোসেনের মাধ্যমে পেয়েছি। আমরা এই বইটি পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। বইটিতে দুইশত বক্তৃতা সম্বলিত রয়েছে। এই বইটির মাধ্যমে বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে। এই বইটি যদি সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় তাহলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে। এবং আমি প্রত্যাশা করব সারা বাংলাদেশে প্রতিটি লাইব্রেরীতে যেন এই বইটি দেয়া হয়।এতে জাতি অজানা সঠিক ইতিহাস জানতে পারবে এবং আরও বেশি উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *