দুমকিতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা চেষ্টা করছেন একে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুবেল হোসেন। শুক্রবার রাতে ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রুবেল তার নিজস্ব ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকম আবেগঘন স্ট্যাটাস দেন। পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবিদ হাসান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত