বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের একটি প্রতিনিধি দল ১৯৫ জনের মুক্তিযোদ্ধা নামের তালিকা অধিকতর যাচাই-বাচাই কাজ পরিচালনা করেন। রবিবার সকাল ১০টার দিকে বাউফল উপজেলা পরিষদ হল রুমে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগামীকাল সোমবার পর্যস্ত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত থেকে যাচাই-বাছাই সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী অ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ,জামুকার সদস্য মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,আ’লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর কমান্ডার শামসুল আলম মিয়া,মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার আঃ বারেক,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর আবুল কালাম খান,উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আনিচুর রহমান প্রমুখ । যাচাই-বাচাই সময় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি উপস্থিত থাকার কথা ছিল হঠাৎ তার বড় ভাইয়ের মেয়ের মৃত্যু জনিত কারনে তিনি উপস্থিত থাকতে পারেনnনাই।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত