সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফল উপজেলা শীল সমবায় সমিতির উদ্যোগে বিশ^কর্মা পূজা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কেন্দ্রীয় কালিবাড়ি থেকে শতাধিক পুজার্থীরা র্যালীটি নিয়ে পৌর শহরের সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালি মন্দিরে সভা করেন। শীল সমবায় সমিতির সভাপতি বাবু সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তারা বলেন, হস্তশিল্পে লোহার তৈরি দা, বটি, কাঁচিসহ সকল যন্ত্রপাতি বিশ^কর্মা ঠাকুর মানুষের কল্যাণে নির্মাণ করেছিলেন। আর সেই যন্ত্রপাতি দিয় আমরা প্রায় হাজারো পরিবার আমাদের জীবন জীবিকা নির্বাহ করি বলে বিশ^কর্মার নামে পুজা, আরতি প্রার্থনা করি। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস, শীল সমিতির সাধারণ সম্পাদক কমল চন্দ্র শীল, কিশোর চন্দ্র শীল, গৌতম চন্দ্র দাস ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত