ঈশ্বরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত


জুনাঈদ হাসান, ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইমাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক বিভিন্ন নেত্রীবৃন্দ।
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,সহকারি কমিশনার(ভূমি)এঁর কার্যালয়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঈশ্বরগঞ্জ থানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়,জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর,উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা রিসোর্স সেন্টার,উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয়ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন,উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী সঞ্চয় ব্যাংক ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও উপজেলা বন বিভাগ,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি,ঈশ্বরগঞ্জ পৌরসভাকার্যালয়,ইউনিয়ন পরিষদের কার্যালয় (সকল ইউনিয়ন)।উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয় ও উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়,এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা যুব উন্নয়ন উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ উল্লেখিত প্রত্যেকটি প্রশাসনিক কার্যালয়ের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা তাদের নিজস্ব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আধুনিক সরঞ্জাম সমুহ প্রদর্শন করেন।