দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ। শুক্রবার দুপুরের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুটি পিকআপে করে এসব ইলিশ রাজ্যের আগরতলায় পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রিপা এন্টারপ্রাইজ’ আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রীতম এন্টারপ্রাইজের মাধ্যমে মাছগুলো ত্রিপুরায় রপ্তানি করেছে। চলতি মাসে আখাউড়া দিয়ে আরও একাধিক ইলিশের চালান রাজ্যের আগরতলায় যাওয়ার কথা রয়েছে।
প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বাবুল বলেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে দুটি পিকআপযোগে মোট ১৪৩টি কার্টনে করে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১ হাজার ১১৩ টাকা।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আলী আহমেদ জানান, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সুযোগ রয়েছে। এ সময়ের মধ্যেই ব্যবসায়ীরা নিয়ম মেনে ভারতে ইলিশ রপ্তানি করতে পারবেন।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত