এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ কুড়িগ্রাম জেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নবেজ উদ্দিন সরকার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু সহ কুড়িগ্রাম জেলার সম্মানিত সুধীবৃন্দ। আজ উদ্বোধনী দিনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কুড়িগ্রাম সদর ও ভুরুংগামারী থানা পর্যায়ে স্কুল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত