সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল


সোহরাব হোসেন সবুজ, সাতক্ষীরা:
সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তিনি এই প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ২মি: ব্যাডমিন্টন খেলায় অংশ নেন। এর আগে পুলিশ লাইনে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সাথে ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সহ জেলা পুলিশের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে বেলা ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী কালিগঞ্জ উপজেলার নলতা কলেজ মাঠে আ.লীগের জনসভার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দেন।