স্বাস্থ্য

হিজলায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

IMG 20230814 170330 scaled
print news

মাওঃ জাহিদুল ইসলাম কাসেমী,প্রতিনিধি :

বরিশালের হিজলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে ৩২ জন, সারা দেশে যখন ডেঙ্গু প্রকোপ আকার ধারন করে, তখন বাদ যায়নি বরিশালের হিজলা উপজেলা, ২৩ সেপ্টেম্বর শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে ৩২ জন রোগী, ২৪ঘন্টায় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন,এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৭ জন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩২ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাজেদুল হক কাওছার বলেন,যখন ডেঙ্গু রোগী বেশি দেখা দেয় তখন আমরা সাথে সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু কর্নার স্থাপন করি, এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ভাবে একজন ডক্টর কে দায়িত্ব দেই ৷

তিনি আরও বলেন প্রতিদিন আসা রোগীদের ৭০ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হলেও টাইফয়েডের রোগীও রয়েছে, তবে শারীরিক জটিলতা না থাকলে হাসপাতালে সাধারণত টাইফয়েড রোগী ভর্তি করা হয় না।

হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ান জানান, ডেঙ্গু পরীক্ষা করতে আসাদের মধ্যে তারা মাসে অন্তত ১৫ থেকে ২০ জন টাইফয়েড রোগী পান, রোগীদের, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের, বমি বমি ভাব, কাশি বা গলাব্যথার সাথে ১০৩-১০৫ ডিগ্রি জ্বর থাকে, যাদের সর্দি, কাশি বা গলা ব্যথা নেই কিন্তু শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখ ও পিঠে ব্যথাসহ জ্বর ও বমি বমি ভাব রয়েছে তাদের ডেঙ্গু রোগী হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

তিনি জানান, তবে শিশুদের ক্ষেত্রে এটি আলাদা, প্রত্যেক শিশুর যাদের ঠান্ডাজনিত সমস্যা বা জ্বর আছে তাদের এনএসআই পরীক্ষা করতে বলা হচ্ছে। শিশুদের ডেঙ্গু শনাক্ত করার জন্য বমি বমি ভাব, গলা ব্যথা বা নাক দিয়ে পানি পড়া বাধ্যতামূলক নয়।

যেহেতু মানুষজনকে প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তাই অনেকে বাইরে থেকে আখের রসের মতো জুস খাচ্ছেন যা তাদের পানিবাহিত রোগে সংক্রমিত করছে।

তাই বাইরে থেকে এ ধরনের খাবার গ্রহণের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে বলে জানান তিনি এবং সেই সাথে তিনি সকল কে ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান, এবং ঘরের পাশে অপ্রয়োজনীয় কিছু না রাখার নির্দেশ দেন ৷

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

1 Comment

  1. মোঃজাহিদুল ইসলাম

    সেপ্টেম্বর ২৩, ২০২৩

    ডেঙ্গু থেকে বাচার জন্য আমাদের চতুর দিকে পরিষ্কার রাখতে হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *