বাগমারায় ছাত্রলীগের কর্মীসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান


মিঠু সরকার, রাজশাহী: ২৩ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়াম এ আয়োজন করা হয়।
বাগমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রউফ রাজের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগমারা-৪ আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহনও সেতু মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ইন্জিনিয়ার মো: এনামুল হক এমপি।সম্মানিত অথিতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার।বিশেষ অথিতি, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম সারওয়ার আবুল। ছাত্রলীগের নেতৃবৃন্দের আব্দুর রউফ রাজ,শাহরিয়ার হোসেন তম্ময়,শাহাদত হোসেন শুভ এছাড়া আরো অনেকেই উপস্থিত ছিলেন।এ কর্মীসভা কে ঘিরে বাগমারার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে অনেক ছাত্র ছাত্রী।ছাত্রলীগের নেতাকর্মীরা আশা করে আগামী দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে ইন্জিনিয়ার মো: এনামুল হক বাগমারাতে আবারও নৌকা নিয়ে আসবে এবং সবাই মিলে এক সঙ্গে কাজ করে নৌকা কে বিজয়ী করবে। ইন্জিনিয়ার মো: এনামুল হক এমপি বলেন, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো নৌকা দিবেন ইনশাআল্লাহ ।এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরা হয়।এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মীসভা শেষ হয়।