বরগুনায় বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবী আদায়ের জন্য সংবাদ সম্মেলন


ইবরাহীম সোহেল, বরগুনা : বরগুনায় ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন,আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবী আদায়ের জন্য সংবাদ সম্মেলন করেছেন বিসিএস শিক্ষকরা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরগুনা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করবেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরগুনা জেলা ইউনিটের সভাপতি মো. আবদুল মালেক। সঞ্চালনায় ছিলেন বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান জুয়েল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হাফিজুল হক।
এ সময় বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মতিউর রহমান, বরগুনা সরকারি মহিলা কলেজের
অধ্যক্ষ মো. শাহ আলম হাওলাদার, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দেবাশীষ হালদার,
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরগুনা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. মনজুরুল আলম, বরগুনা সরকারি কলেজ ও বরগুনা সরকারি মহিলা কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ন একটি বিভাগ হলো শিক্ষা। প্রশাসনসহ অন্যান্য বিভাগে জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় থাকলেও শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রন ও পরিচালন করার জন্য জেলা ও উপজেলায় শক্তিশালী শিক্ষা প্রশাসন গড়ে ওঠেনি। প্রধানমন্ত্রী আন্তঃ ক্যাডার বৈষম্য নির্দেশ দেওয়া সত্বেও এখনও তা কার্যকর না হওয়ায় এবং ব্যাচ ভিত্তিক পদোন্নতি অনুসৃত না হওয়ায় অন্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পিছিয়ে আছেন। দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত জেলা ও উপজেলা শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠা খুবই প্রয়োজন। দীর্ঘদিন যাবত সমস্যাগুলো তুলে ধরে সমাধানের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করলেও শিক্ষা ক্যাডারের দাবিগুলো পূরন হয়নি।
সংবাদ সম্মেলন থেকে বিসিএস সাধারন শিক্ষা সাধারন শিক্ষা সমিতি দাবি বাস্তবায়নের দাবিতে দুই দফা কর্মসূচী ঘোষনার কথা জানানো হয়। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২ অক্টোবর সারাদেশে কর্মবিরতি পালন করা হবে। দাবি মানা না হলে পরবর্তীতে ১০-১২ অক্টোবর ৩ দিনের কর্মসূচীর ঘোষনা দেওয়া হয়।