খুলনা বাংলাদেশ

সাতক্ষীরায় বন্ধুরা পিটিয়ে হত্যা করেছে পিতাকে!

Untitled 13
print news

সোহরাব হোসেন সবুজ, সাতক্ষীরা :

কলেজ পড়ুয়া ছেলেকে মারধরে বাধা দেওয়া ও প্রতিবাদ করায় ক্ষোভে ঐ ছেলের পিতা ফারুক হোসেন (৪৫) কে পিটিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। সাতক্ষীরার পাটকেল ঘাটার ধানদিয়ায় মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও পাটকেল ঘাটা থানা ওসি জানান, ধানদিয়া খালেদাজিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফারুক হোসেনের ছেলে সাগর হোসোন বাদশা। মঙ্গলবার পরীক্ষা দিয়ে তার অপর দুই বন্ধু লাকী ও নয়নের সাথে সাইকেল যোগে বাড়ী ফিরছিল। পথিমধ্যে তুচ্ছ বিষয়ে তাদের কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি হয়। বিষয়টি বাদশার পিতা ফারুক হোসেনের কানে গেলে তিনি এসে নয়ন ও লাকীকে বকাঝকা করে ঝগড়া থামান। এতে করে অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা রুবেলকে ফোন দেয়। রুবেল কিছু লাঠিসোটা ও সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বাদশার পিতা ফারুক হোসেনকে বেদম পিটায়। এতে করে ফারুক হোসেন গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে সে নিহত হয়েছে বলে জানা যায়।
পাটকেল ঘাটা থানার ওসি জানান, আমরা ঘটনাস্থলে আছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *