পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় এক বছর বয়সী শিশুকন্যা বাড়িতে রেখে উধাও হয়ে গেছে গৃহবধূ মারেফা বেগম (২০)। এদিকে দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ি। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও ওই গৃহবধূর খোঁজ না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী শফিউল আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগটি দেন স্বামী শফিউল আলম। শফিউল আলম পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রী।
স্বামী শফিউল বলেন, টেকনাফ উপজেলার শাপলাপুরের নতুন পাড়া এলাকার আলী আকবরের মেয়ে মারেফা বেগমের সাথে দেড় বছর আগে আমার বিয়ে হয়। বছরখানেক সবকিছু ঠিকঠাক চললেও মাস ছয়েক ধরে আমার স্ত্রী প্রতিবেশী আকতার আহমদের ছেলে ইকবাল হোসেনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা করি। আমার এক বছর বয়সী কন্যাশিশুর কথা চিন্তা করে তাকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু গত মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমিক ইকবালের সাথে আমার স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলি। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বারসহ শালিসি বৈঠক বসি। এতে সে দোষী সাব্যস্ত হয়।
তিনি আরও বলেন, এর জের ধরে বুধবার সকালে পানি আনার বাহানায় কলসি নিয়ে ঘর থেকে বেরিয়ে সে নিরুদ্দেশ হয়ে যায়। পরে বাড়ির অদূরে কলসি পাওয়া যায়। এখন দুধের শিশু লালন পালন করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাই স্ত্রীর সন্ধান পেতে পুলিশের শরণাপন্ন হয়েছি।
এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত