বরগুনায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন


ইবরাহীম সোহেল,বরগুনাঃ বরগুনার আমতলীতে মোঃ মতিয়ার রহমানের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র্যালি ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আসর নামাজ শেষে আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর আনন্দ র্যালি শুরু হয়ে, শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী পৌর চত্বরে এসে শেষে দোয়া মুনাজেতে অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, আমতলী উপজলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম.এ কাদের, ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, কেন্দ্রী মসজিদের ঈমামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।