রাজনীতি

বিএনপির কবরস্থানে যাওয়ার সময় হয়েছে: ওবায়দুল কাদের

4e62a0a17c854dc6da6c406626556ebb 65182afe7288c
print news

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলে শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাবে। বিএনপির রাজনীতি কবরস্থানে যাবে সেদিন আর বেশি দূরে নয়। তাদের কবরস্থানে যাওয়ার সময় হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারকে অবৈধ বলেন। সরকার অবৈধ হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে কেন বারবার আবেদন করা হচ্ছে। আগামীতে মিটিং করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। না নিলে খবর আছে। অনুমতি না নিলে পালাবার পথ পাবেন না। পালিয়ে যেতে হবে।

বিএনপির হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য করে তিনি বলেন, এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়, স্বচ্ছ নির্বাচন নিরাপদ নয়, মুক্তিযুদ্ধ নিরাপদ নয়, স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। ওরা ৭১ এর বাংলাদেশ চায় না। ওরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ, ওরা চায় দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ।’

তিনি বলেন, সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, ফাইনাল খেলা। খেলা হবে। প্রস্তুত হয়ে যান, নেত্রী আসছেন। আপনাদের ডাক দিবেন, যখনই ডাক দেবেন রাস্তায় নেমে আসতে হবে। যারা রাস্তা দখল করতে আসবে তাদের খবর আছে। যারা আগুন নিয়ে আসবে তাদের হাত আগুন জ্বালিয়ে দেব, যারা মারতে আসবে তাদের হাত ভেঙে দেব।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, বাংলাদেশকে আমরা আর অন্ধকারে ফিরে যেতে দেব না। বাংলাদেশে ক্ষমতার মসনদে শেখ হাসিনা ছাড়া গণতন্ত্র নিরাপদ নয়, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ অনেক শান্তিতে আছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *