আইন পরিবর্তন করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা আওয়ামী লীগ। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত একটি চিঠিতে মোতালেব হাওলাদারকে কারণ দর্শাতে বলা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, তিনি একজন দলের সাধারণ সম্পাদক হয়ে এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারেন না। তাই তাকে সংগঠনের নিয়মানুযায়ী প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আব্দুল মোতালেব হাওলাদার।
তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’ এই স্ট্যাটাসটি মূহুর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এতে বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকেরা তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেছেন। অপরদিকে, নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কারের দাবি তুলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত