অনুসন্ধানী সংবাদ

পবিপ্রবি ছাত্রলীগ সভাপতির চাঁদা আদায়ের ভিডিও ফাঁস!

image 27245 1696028696
print news

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ হাসিনা ও শেখ রাসেল হলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের গোপন ভিডিও ফাঁস হয়েছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য জায়গায় সমালোচনার ঝড় তুলেছে।

চাঁদা আদায়ের ভিডিওতে দেখা যায়, আরাফাত ইসলাম খান সাগর চাঁদা দেওয়ার ব্যাপারে এনামুল হককে অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি দিচ্ছেন। একই সঙ্গে চাঁদা নেওয়ার ব্যাপারে কথা বলছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উল্লেখ করা হয়, ৩ লাখ ৬২ হাজার টাকা এক ব্যক্তির কাছ থেকে ঠিকাদারের ব্যবস্থাপক এনামুল হক ঋণ নিয়েছিল। আমি তাদেরকে সে ব্যক্তির পাওনা টাকা ফিরিয়ে দিতে বলেছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আলোচিত ভিডিওর বিষয়ে এখন পর্যন্ত আমার কিছু জানা নেই। তবে এ রকম কোনো কিছু ঘটলে আমরা তদন্ত করে দেখব। আর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাহিদা অনুযায়ী চাঁদা না পেয়ে নির্মাণ প্রকল্পের রড ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা বাধা দিলে তাদের মারধর করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর রাতে ক্যাম্পাসের নির্মাণাধীন শেখ রাসেল হলের সামনে এ ঘটনা ঘটে। পরে বুধবার রাতে দুমকী থানা ও উপাচার্য বরাবর অভিযোগ দেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক।

এতে তিনি জানান, গত মঙ্গলবার রাতে শাখা ছাত্রলীগ সভাপতি সাগরের নেতৃত্বে সাবেক সহসভাপতি গোলাম রব্বানী সুহৃদ, মো. ইমরান, বসির খানসহ ৯-১০ জন নির্মাণকাজের জন্য রাখা রড ভ্যানে তুলে নিয়ে যেতে থাকেন। বাধা দিলে গোলাম রব্বানী জানান, এটি তাদের ক্যাম্পাস, এখানে নির্মাণকাজ করতে হলে টাকা দিতে হবে। আগে বলা হলেও টাকা দেওয়া হয়নি। এ জন্য সভাপতির নির্দেশে রড নেওয়া হচ্ছে। কথাকাটাকাটির একপর্যায়ে গোলাম রব্বানী রড দিয়ে এনামুল হককে মেরে জখম করেন ও মোবাইল ফোন কেড়ে নেন। প্রাণনাশেরও হুমকি দেন।

এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক এনামুল হক গত ২৮ সেপ্টেম্বর রাতে সংবাদ সম্মেলনে বলেন, ‘ছাত্রলীগ নেতারা গত মঙ্গলবার রাতে তার কাছে চাঁদা দাবি করেন। এর আগেও তারা চাঁদা নিয়েছেন। এখন আরও চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে নির্মাণকাজ বন্ধসহ শ্রমিকদের ওপর হামলা করার হুমকি দিয়েছেন।’

এ সংবাদ সম্মেলনের পরপরই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সাগরের অনুসারীরা। সেখানে সাগরের অনুসারী হিসেবে পরিচিত ও অভিযুক্ত গোলাম রাব্বানী সুহৃদ দাবি করেন, ‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ির অবৈধ নম্বর প্লেট, বেপরোয়াভাবে গাড়ি চালানো, মেয়েদেরকে উত্ত্যক্ত করাসহ নানা অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে ম্যানেজার এনামুল আমাদের মারতে উদ্যত হন। আত্মরক্ষার জন্য অন্যদের ফোন করা হলে তারা পালিয়ে যান।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগে ছাত্রলীগের এ নেতাকে মোট ৩০ লাখ ৫৭ হাজার টাকা চাঁদা দেওয়ার কথা স্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *