খুলনা বাংলাদেশ

বৃক্ষ রোপনে জেগে উঠেছে দেবহাটার নারী সমাজ

IMG 20230930 WA0029
print news

সোহরাব হোসেন সবুজ, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটার নারীরা আর পিছিয়ে নেই। তারা এগিয়ে চলেছে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে। বর্তমানে বৃক্ষ রোপন তার অন্যতম। গতকাল দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচী করেন বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা শাখা। এ নিয়ে ৫ টি ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচী শেষ হল। দীর্ঘ মাসব্যাপী পুরো উপজেলা জুড়ে পরিবেশবান্ধব বৃক্ষ রোপন কর্মসূচি পালনের মাধ্যমে জেগে উঠছে বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার নেতৃত্বে দেবহাটার নারী সমাজ। নারীদের এ উন্নয়নমুখী কার্যক্রমে মুগ্ধ হয়েছেন স্থানীয় প্রশাসন, সচেতন মহলসহ সর্বস্তরের মানুষ।

IMG 20230930 WA0000
বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা শাখার সভাপতি আখিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসমা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। কর্মসূচি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আমেনা রহমান, লুৎফুন্নাহার, রেহানা বেগম ও নুরুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দেবহাটার এই নারী সংস্থার পরিবেশবান্ধব মনোমুগ্ধকর কাজটি ইতিপূর্বে কয়কটি স্থানে পালন হয়েছে এবং আগামীতেও চলমান থাকবে বলে সংস্থার নারী সদস্যদের থেকে জানা যায়। সংস্থার কয়েকজন নারী কর্মী জানান, এই জনকল্যাণ ও পরিবেশবান্ধব কাজে দেবহাটার জননন্দিত মানুষ, আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম তাদেরকে নিঃস্বার্থভাবে উৎসাহ-অনুপ্রেরণা দিয়ে থাকেন বিধায় দেবহাটার অবহেলিত নারীরা আজ জনকল্যাণমূলক কাজে এগিয়ে যেয়ে জেলা তথা দেশের মানুষের নজরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *