রাজনীতি

‘যুব গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ

image 27866 1696265795
print news

দশ দফা কর্মসূচির ভিত্তিতে গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি যুব সংগঠনের সমন্বয়ে ‘যুব গণতন্ত্র মঞ্চ’ এর আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় কর্মমুখী রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে নতুন এই যুব জোটের আত্মপ্রকাশ হয়।যুব জোটের সংগঠনগুলো হলো- জাতীয় যুব পরিষদ, নাগরিক যুব ঐক্য, বিপ্লবী যুব সংহতি, বাংলাদেশ যুব ফেডারেশন, ভাসানী যুব পরিষদ এবং রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন।জাতীয় যুব পরিষদের সভাপতি এসএম সামছুল আলম নিক্সনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক যুব ঐক্য’র সভাপতি সাম্য শাহ।

এ সময় বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, যুব ফেডারেশনের সভাপতি উৎসব মোসাদ্দেক, ভাসানী যুব পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সভাপতি মাশকুর রাতুল উপস্থিত ছিলেন।

সভায় চলতি মাসে সরকারকে পদত্যাগে বাধ্য এবং অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

১. অবিলম্বে লুটেরা, পাচারকারী, ভোট ডাকাত, ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করতে হবে।

২. সর্বসম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।

৩. রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় শিক্ষিত-নিরক্ষর বেকারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব নিরসন করতে হবে।

৪. পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে দেশের সকল উপজেলায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে।

৫. মাদকমুক্ত যুব সমাজ গঠনে রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক বাণিজ্য নির্মুল করতে হবে।

৬. সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষা বা সাক্ষাৎকার বাবদ কোনো প্রতিষ্ঠান টাকা গ্রহণ করতে পারবে না।

৭. জাতীয় বাজেটে যুবদের দক্ষতা উন্নয়নে উদ্যোক্তা সহায়তা ঋণ, প্রবাসী ঋণসহ যুব সংশ্লিষ্ট খাতসমূহে বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং বাজেট প্রণয়নে যুব প্রতিনিধিদের মতামত গ্রহণ করতে হবে।

৮. উদ্যোক্তাবান্ধব দেশ নির্মাণের লক্ষ্যে উচ্চশিক্ষিত ও কারিগরি ক্ষেত্রে দক্ষ যুবকদের ব্যবসায়িক পরিকল্পনার প্রেক্ষিতে বিনা জামানতে ঋণসহায়তা প্রদান করতে হবে। সেক্ষেত্রে সনদপত্র জামানত হতে পারে এবং ঋণক্ষুদ্র থেকে মাঝারি; এমনকি উচ্চও হতে পারে।

৯. শতভাগ বেকারত্ব নির্মুলের আগ পর্যন্ত সকল বেকার যুবককে মাসে অন্তত ১০ হাজার টাকা ভাতা প্রদান করতে হবে।

১০. সংবিধানে কর্মসংস্থানের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে ব্যাংকলুট ও পাচারকৃত অর্থ ফেরত এনে সকল বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *