খেলাধুলা

পর্তুগাল জাতীয় ক্রিকেট টিমে খেলবেন দিরাইয়ের সামাদ

received 1360948191176066
print news

দিরাই প্রতিনিধি : পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে তৃতীয় বাংলাদেশী হিসেবে খেলবেন আব্দুস সামাদ।
আব্দুস সামাদ সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিডহর গ্রামের আব্দুল গফুর ও সালেহা বেগমের ছেলে।তিনি ২০০৯ সালে গ্রীন সিলেট একাডেমিতে ভর্তি হয়ে ক্রিকেট খেলা শুরু করেন এবং সুনামগঞ্জ জেলা লিগ,রাইজিং স্টার ও সিলেট ডিভিশন লীগে ওয়ান্ডার্স ও এলিবেন ব্রাদার্স ও ঢাকা কোয়ালিফাই লিগ সহ একাধিক লীগে খেলেছেন। ২০১৯ সালে দেশের মায়া ত্যাগ করে পর্তুগালের উদ্দেশ্যে পাড়ি জমান পর্তুগালেও তিনি ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন। ইউরোপিয়ান বিভিন্ন লীগে তিনি খেলেছেন।এবং বর্তমানে ২৫ শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রায় ৩১ টি ইউরোপিয়ান দলের যে ক্রিকেট চ্যাম্পিয়ন রয়েছে তার মধ্যে পর্তুগাল ক্রিকেট টিমের হয়ে তিনি মাঠে নামবেন আগামী ১২ অক্টোবর।
ইতিপূর্বে বাংলাদেশি হিসেবে মো.সিরাজুল্লাহ নিপু, আশরাফুল রুপু এই তিন জন একই দলে খেলবেন।
এই উদীয়মান ক্রিকেটারের এই কৃতিত্বকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অনেক ক্রিকেট ভক্তরা অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছেন। এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা আশা রাখে উনার দিক নির্দেশনা নিয়ে অনেক প্রবাসী উদীয়মান ক্রিকেটারদের জায়গা হবে বিদেশের ক্রিকেট টিমে।
সিলেটের ডাকের সাথে আলাপ কালে আব্দুস সামাদ বলেন,আমার খুবই ভাল লাগছে। আমার পরিবারের লোকজনও খুব খুশি।তার এই সাফল্য নিঃসন্দেহে অনেক গৌরবের তিনি ক্রিকেটের সাথেই থাকতে চান। সে কারণেই পর্তুগালে পাড়ি জমান এবং ক্রিকেটের সাথে যুক্ত হন। তিনি দেশ বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *