খুলনা বাংলাদেশ

কালীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত – ১

Jhenidah accident photo 1
print news

মোঃ আব্দুল্লাহ আল মারুফ ,ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খান (৩০) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন।বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। নজরুল খান শরিয়তপুর জেলার সদর থানার সুজন তোয়ার গ্রামে সিরাজুল হক খানের ছেলে।

image 246944 1696407322

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের ড্রাইভার নজরুল ইসলাম খান মারত্বক আহত হন। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *