জীবন বাঁচাতে ফেনী লায়ন্স ক্লাবের রক্তদান


সংবাদ বিজ্ঞপ্তি:
“তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান” এই স্লোগানকে সামনে রেখে আজ ৪ অক্টোবর রোজ সোমবার অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে লায়ন্স ক্লাব অব ফেনী, লায়ন্স ক্লাব অব ফেনী গোল্ড ও লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াসের উদ্যোগে এবং ফেনী লিও ক্লাবের সহযোগিতায় ফেনী পৌরসভার কমিশনার জয়নাল আবেদীন ব্লাড ব্যাংকে “সেচ্ছায় রক্তদান কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট লায়ন হাজ্বী মোঃ শহিদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত রক্তদান কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব ফেনীর অক্টোবর সেবা সপ্তাহ-২০২৩ এর প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন এ.কে.এম রফিকুল হক নিপু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, ১ম ভইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ, ট্রেজারার ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও খায়রুজ জামান, জয়েন্ট সেক্রেটারী (এডমিন) লিও রবিউল হাসান রাহীম, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও নুর হোসাইন, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও নজরুল ইসলাম রিমনসহ লায়ন্স নেতৃবৃন্দ ও লিওবৃন্দ।
উক্ত কর্মসূচিতে রক্তদান করেন ফেনী লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এবিএস ফরহাদ, কো-অর্ডিনেটর লিও শাহাদাত হোসেন রাফি, লিও নজরুল ইসলাম রিমন, লিও সাজ্জাদ হোসেন নোবেলসহ লিও সদস্যবৃন্দ।