প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা
জুয়েল শেখ ,জয়পুরহাট জেলা প্রতিনিধি :
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্প্রতিবার (৫অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধরঞ্জী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সামছুল আলম, নাসরিন আক্তার, একরামুল হক, সেলিনা আফরোজ, জিনাত রোখসানা, মাসুদ প্রধান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন এর আগে একটি বর্ণাঢ্য র্যালী ধরঞ্জী বাজার প্রদিক্ষণ করেন।