চট্টগ্রাম বাংলাদেশ

ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার অভিযান শুরু 

1696496256070
print news

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :

পর্যটন শহরের ফুটপাত দখল করে বাণিজ্য ও যানজট সৃষ্টিকারী অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এবার কক্সবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ই অক্টোবর (বৃহস্পতিবার) সকালে পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এই সময় পৌর মেয়র বলেন, এই অভিযান আগামী ৫ বছর চলমান থাকবে। উচ্ছেদ অভিযানটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়। পরে কক্সবাজার সদর হাসপাতাল সড়কের ফুটপাত দখল করে উভয় পাশের অবৈধ শতাধিক দোকান উচ্ছেদ ও অর্ধ শতাধিক মোটর সাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটর সাইকেল গুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।এমনি মহৎ উদ্যোগে সাধুবাদ জানান নানান শ্রেণীপেশার মানুষ।

উল্লেখ্য যে, কক্সবাজার পৌরসভার মেয়র উচ্ছেদের বিষয়ে মাইকিং করে অবগত করেন পৌরবাসীকে। তারপর উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন এই পৌর মেয়র।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

 

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *