বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা লুটপাট আহত -১


বরিশাল অফিস : নগরীর সার্কুলার রোডে ৫ অক্টোবর দুপুরে একদল সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ইলেক্ট্রিশিয়ান মুন্না।গুরুতর আহতবস্থায় ভর্তি করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
স্থানীয় ও মেডিকেল সুত্রে জানা গেছে,নিউ সার্কুলার রোডের নিজ বাসির সামনে বসে মোবাইলের সেটিং ঠিক করতেছিলো ইলেক্ট্রিশিয়ান মুন্না । এসময় প্বার্শবর্তী শিপন এসে বলে আমাদের গোসল করার দৃশ্য কেন ভিডিও ধারন করেছো। এসময় তাকে মুন্না বলে আমি ভিডিও ধারন করি নাই।আমার মোবাইল চেক করে দেখুন। মুন্নার হাত থেকে মোবাইল চেক না করেই মোবাইলটি ভেঙ্গে ফেলে। এসময় শিপনের সাথে লিমন ,শুভ ও বাপ্পী এসে জোট বেধেঁ মুন্নাকে এলোপাতারি ভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা মুন্নার মাকেও মারধর করে এবং ঘর ভাংচুর ও কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। মুন্নাকে স্থানীয় লোকজন উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মুন্না হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মুন্নার মাতা।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।