জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


জুয়েল শেখ, জয়পুরহাট জেলা প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বালিঘাটা আলিম মাদ্রাসা প্রঙ্গনে উপজেলা যুবলীগের সভাপতি মুঞ্জুরুল শহীদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রাসেল দেওয়ান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হাসানুল ইমাম রবিন।যুগ্ম আহবায়ক মোস্তফা মেহমুদ তমাল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিন্নুর, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু। আহবায়ক কমিটির সদস্য জেলা যুবলীগ আহসান হাবীব রিংকু। বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।