জাতীয় পার্টিতে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান


ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) খুলনা মহানগর ও জেলার দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। শনিবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির মিলনায়তনে স্থানীয় জাতীয় পার্টির নেতাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে তারা দলে যোগদান করেন।অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর শাখার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি অধ্যাপক গাউসুল আজম, জেলা কমিটির সহ সম্পাদক শাহাজাহান আলী সাজু, জেলা সম্পাদক গাজী খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে এনপিপি থেকে জাতীয় পার্টিতে যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি শেখ আব্দুল গফফার, জেলার সম্পাদক শেখ মোহম্মদ আলী, মহানগরের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার সাগরসহ জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতারা।অনুষ্ঠানে খুলনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, অন্যদল থেকে যারা জাতীয় পার্টিতে যোগদান করেছে তাদের সঙ্গে নিয়েই আমরা আগামীতে আন্দোলন সংগ্রাম করতে চাই।