রাজনীতি

বরগুনা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. মাহবুবুর রহমান টুকু

IMG 20231007 WA0003
print news

ইবরাহীম সোহেল,বরগুনা : “ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তাহলেই দেশ পরিনত হবে উন্নয়নের রোল মডেল হিসেবে। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২(পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বিগত দিনেও যেমন আমি আপনাদের সেবক ছিলাম, আগামীতেও আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।” বরগুনা-২ আসনে গণসংযোগে নেমে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ড. মাহবুবুর রহমান টুকু।

20231007 191705
শনিবার(৭ অক্টোবর) বরগুনা-২ আসনের বিভিন্ন এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী প্রচার প্রচারণায় গিয়ে এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে তিনি জনগনের কাছে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌছে দেন। এবং সন্ধায় বরগুনা প্রেসক্লাবের মিলনায়তন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে তিনি আরো বলেন, বাংলাদেশের একটি কুচক্রি মহল যারা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে দেখতে চায় না। যারা ডক্টর ইউনুসের নেতৃত্বে বিদেশে লবিষ্ট ফার্ম গঠন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আনতে চায়, তারা আপনার আমার বিরুদ্ধে স্যাংশন আনতে চায়, তারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গণমাধ্যম ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বিরুদ্ধে স্যাংশন আনতে চায়। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, ভিসানীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভিসানীতি আমেরিকা সরকারের একটি অভ্যন্তরীণ বিষয়।  ভিসানীতির কারনে তারেক রহমান আমেরিকায় যেতে পারে না। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে এই ভিসানীতি কাজ করবে।

ড. মাহবুবুর রহমান টুকু বলেন, আগামীতে দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বরগুনা-০২ আসনে আমাকে যদি আওয়ামী লীগের মনোয়ন দেওয়া হয় তাহলে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবো। একই সাথে বরগুনা-২(পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবো।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *