বাংলাদেশ সিলেট

সরকার অর্থনৈতিক চাপে আছে-সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী 

IMG 20231007 134007
print news
আল হাবিব, সুনামগঞ্জ :
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রতিটি মুহূর্তে ঝুঁকি নিয়ে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন, দেশের মানুষকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন৷ দেশের মানুষের ভাগ্য বদলের জন্য যে কোন বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। তাই উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই।মন্ত্রী বলেন,  সরকার অর্থনৈতিক চাপে আছে, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন। দেশের প্রধান সমস্যা মূল্যস্ফিতি।  হু হু করে সব কিছুর দাম বেড়েছে। এটাকে দমন করে দেশের নিম্ন আয়ের মানুষদের স্বতি দিতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।  সামান্য কিছু সাফল্য এসেছে গত মাসে। ইতিমধ্যে দুই শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরোও কমবে বলে আমরা আশা করি।মন্ত্রী আরোও বলেন, দেশের বর্তমান প্রয়োজনে আরোও তিন মাসের মতো আমদানি করার মত রিজার্ভ  (সংস্থান) আমাদের আছে। এছাড়াও এই সব বিষয়ে পন্ডিত আইএমএস এর একটি দল ঢাকায় ঘুরাফেরা করছে। তাদের সাথে ও আমাদের কথা বার্তা হচ্ছে। মহাজোটের সাথে একত্রিত হয়ে আওয়ামী জাতীয় নির্বাচন করবে কি না এমন প্রশ্নের জবাবেমন্ত্রী বলেন, আমি আওয়ামীলীগের একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বিষয়ে যে সিদান্ত দিবেন আমরা সেটা মাথা পেতে নিব।শনিবার (০৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণ-অভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। এ-সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *