ইবরাহীম সোহেল, বরগুনা: বরগুনায় নিখোঁজের ২৪ ঘন্টা পর জেলের মরোদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ড। শনিবার দুপুরে বরগুনার পাথরঘাটায় বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় মাছ শিকারের সময় বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হয় পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে মো. আউয়াল(২৪) নামের এক জেলে রবিবার (৮ নবেম্বর) দুপুরের দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা সংলগ্ন লালদিয়ার চর থেকে ২৪ ঘন্টা পরে আউয়ালের মরোদেহ উদ্ধার করেছেন পাথরঘাটা কোস্টগার্ড। শনিবার দুপুর বারোটার দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা সংলগ্ন ছোট ট্রলার নিয়ে আউয়ালসহ ৪ জেলে মাছ ধরতে ধরতে গেলে বজ্রপাতে লালদিয়ার চর থেকে দক্ষিণে ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে আউয়াল নিখোঁজ হয় এবং অন্যরা ট্রলারে জ্ঞান হারিয়ে ফেলে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই আমাদের অনুসন্ধান অব্যাহত ছিলো। নিখোঁজের একদিন পর ওই জেলের মরদেহ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা সনাক্ত করার পর তাদের নিকট হস্তান্তর করা হয়।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত