রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন: আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজু

image 6483441 1
print news

মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনেউপনির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেনশিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। রবিবার (৮ অক্টোবর) রাতে রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারিবাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভাশেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়নবোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয়প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুলকাদের।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সন্তান শাহজাহান আলম সাজুস্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক পদেআছেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেকআহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদকছিলেন।স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিবাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করতে পারেনি। বিএনপিরঘাটি হিসেবে পরিচিত এই আসনটি নিজের করতে মরিয়াআওয়ামী লীগ। সর্বশেষ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগথেকে কোন প্রার্থী দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি থেকেবহিস্কৃত উকিল আব্দুস সাত্তার ভূঞাকে সমর্থন দেয় আওয়ামীলীগ। সে সময় আওয়ামী লীগের মনোনয়ন পেতে যারামনোনয়নপত্র ক্রয় করেছিলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারাপ্রত্যাহার করে নেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামীডিসেম্বর মাসের শেষ নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরতফসিল ঘোষণা হতে পারে। ফলে উপনির্বাচনে যিনি জয়লাভকরেন তিনি এক মাসের মতো এমপি থাকতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপিউকিল আব্দুস সাত্তার ভূঞা ৬ বারের এমপি ছিলেন। এছাড়াওএকবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৩০ সেপ্টেম্বরতার মৃত্যুতে গত মঙ্গলবার (৪ অক্টোবর) আসনটি শূন্য ঘোষণাকরে ।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *