মধ্যপ্রাচ্য মিডিয়া সংবাদ

ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

image 194073 1697020991
print news

হামাস-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত সাতজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। সাংবাদিকদের অধিকার রক্ষায় নিয়োজিত সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ জানিয়েছে, লড়াইয়ের প্রথম তিন দিনে অন্তত সাত সাংবাদিক নিহত, দু’জন নিখোঁজ এবং দু’জন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, সোমবার গাজা উপত্যকায় বোমাবর্ষণের খবর সংগ্রহের সময় ইসরায়েলি বিমান হামলায় সাইদ আল-তাওয়েল, মোহাম্মদ সোবোহ ও হিশাম নাওয়াজাহ নিহত হয়েছেন। এছাড়াও সোমবার সাংবাদিক সালাম মেমা, তার স্বামী এবং তাদের তিন সন্তান হাদি, আলি ও শাম নিহত হন। উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পে তাদের বাড়িতে হামলা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের হামলা করছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল-জাজিরা আরবিকে বলেছেন, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী আর চিকিৎসকরা বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করছে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *