শিক্ষা

বরগুনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

20231011 102804 scaled
print news

ইবরাহীম সোহেল, বরগুনাঃ  বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ঐতিহ্যবাহী এসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া অনৈতিক কাজে জড়িত হয়ে ধরা পড়ায় তাকে অবিলম্বে স্কুল থেকে অপসারন ও বিচারের দাবীতে মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিবাবক ও স্থানীয় জনগন।বুধবার (১১ অক্টোবর) সকালে ঐ শিক্ষকের অপসারনের দাবীতে চান্দখালী বাজারে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী- অভিবাবক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ ব্যাবসায়ীরা অংশগ্রহন করেন।বিক্ষোভ মিছিল শেষে চান্দখালী এসহাক মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ দুলাল, প্রাক্তন ছাত্র জাহাংঙ্গীর আলম, জহির খান, ইউপি সদস্য, মজিবর রহমান, গোলাম ফারুক, গোলাম মোর্শেদসহ স্থানী সাধারন জনগন।
বক্তারা বলেন, একজন শিক্ষক যে অনৈতিক কাজ করেছেন তাতে আমাদের সন্তানদের এই বিদ্যালয় পড়ালেখা করানোর পরিবেশ নেই । অবিলম্বে ঐ প্রধান শিক্ষক কে অপসারন করা না হলে আমাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে যেতে বাধ্য হবো।
উল্লেখ্য যে, গত (০৬ সেপ্টেম্বর) ঐ বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীকে ধর্ষনের চেস্টা করলে, শিক্ষার্থী ৯৯৯ ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় প্রধান শিক্ষক বাবুল মিয়াকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নীরবতা পালন করায় অভিবাকরা প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে বিক্ষোভ করেন। এক পর্যায় আওয়ামী লীগের এক নেতা অভিযোগকারীদের ভয় দেখিয়ে  সরিয়ে রাখেন। পরে অভিবাবকদের চাপে ৫ সদস্যর একটি তদন্ত টিম গঠন করা হলেও প্রধান শিক্ষককে সস্থানে বহাল রাখা  হয়।

বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাংঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের প্রতিবেদন পেয়ে ব্যাবস্থা নেয়া হবে।

 

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *