চট্টগ্রাম বাংলাদেশ

খাগড়াছড়িতে বিদেশী সিগারেট জব্দ, দুই পাচারকারী আটক

Panchari Pic 11.10.23
print news
মোঃ সালাহউদ্দিন টিটো,খাগড়াছড়ি : পানছড়িতে ১ হাজার ৪৮০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কিনাচানপাড়াস্থ মগমারাছড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়।আটক রাজিব পানছড়ি উপজেলার মধুরঞ্জন কারবারি পাড়ার সুলেন্দ্র চাকমা ও টিংকু দীঘিনালা উপজেলার মেরু ইউপির কালাচান মহাজনপাড়ার কালাময় চাকমার ছেলে।পুলিশ জানায়, অভিযান চালিয়ে উপজেলার কিনাচানপাড়াস্থ মগমারাছড়া ব্রিজ এলাকায় একটি নাম্বার বিহীন মাহেন্দ্রতে তল্লাশি চালানো হয়। এ সময় এক হাজার ৪৮০ প্যাকেট সুপার স্লিম মন্ড অবৈধ সিগারেটসহ দু’জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক সিগারেটের মূল্য প্রায় এক লাখ ৭৭ হাজার টাকা। পানছড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা হয়েছে।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *