শিক্ষা

গালুয়া মাদরাসার মুহতামিমের দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল গাফ্ফার খান

galua
print news
মো: ইমরান হোসেন : দেশের প্রাচীনতম দীনি বিদ্যাপীঠ ঝালকাঠির ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশরাফিয়া মাদরাসার নির্বাহী মুহতামিমের (প্রিন্সিপাল) দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল গাফ্ফার খান। তিনি এতদিন মাদরাসাটির নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।শুক্রবার (১৩ অক্টোবর) শত বছরের ঐতিহ্যবাহী এই মাদরাসার নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় ।কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গাফফার খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মীর জিয়া উদ্দিন মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলামকে ছদরে মুহতামিম এবং মাওলানা আব্দুস সাত্তার শাহকে নায়েবে মুহতামিম করা হয়।কমিটি মাওলানা আব্দুল গাফফার খানকে সার্বক্ষণিক দায়িত্ব পালন, মাদরাসায় ২৪ ঘণ্টা অবস্থান, এলাকার সর্বস্তরের মানুষ এবং মাদরাসার শুভাকাঙ্ক্ষী, দানশীল ব্যক্তিদের সাথে সার্বিক যোগাযোগ, মাদরাসার ছাত্র- শিক্ষকদের তত্ত্বাবধানের জন্য একজন নায়েবে মুহতামিম নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয়।এছাড়া সিনিয়র শিক্ষক মাওলানা ছরোয়ার হুসাইনকে শিক্ষা সচিব, মুফতি সাইফুল ইসলামকে বোর্ডিং সুপার, মাওলানা নাজিবুল হককে সহকারী হিসাব রক্ষক এবং হাফেজ মাওলানা মুফতী মুহাম্মাদ জাকারিয়া খানকে হোস্টেল সুপারের দায়িত্ব দেওয়া হয়।সভায় মাদরাসার ছাত্র বৃদ্ধি, আর্থিক ফান্ড মজবুত, পড়াশোনার মান উন্নয়নসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করা হয়। সভায় সভাপতি বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গালুয়া মাদরাসার নবনির্বাচিত নায়েবে মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার খান, কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক ওসি মনোয়ার হুসাইন, সহসভাপতি সৈয়দ জাকির হোসেন সেন্টু, মঞ্জুরুল আলম, ইলিয়াস ফরাজি, মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইউম তহশিলদার, মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সহসাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আমিন খোকন, অর্থ সম্পাদক সৈয়দ কবির হুসাইন, সদস্য জাকির হোসেন মোল্লা, মীর মনিরুজ্জামান, ফিরোজ হাওলাদার, হেমায়ত উদ্দিন, মাওলানা আলমগীর হুসাইন, কারিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, মাদরাসা শিক্ষা সচিব মাওলানা ছরোয়ার, মাওলানা নাজিবুল হক, কাজী আব্দুল জলিল, মুফতী মুহাম্মাদ সাইফুল ইসলামসহ কমিটি অন্যান্য সদস্য এবং মাদরাসার শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, দেশের দক্ষিণ জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশরাফিয়া মাদরাসার বয়স ১০৪ বছর। ১৯১৯ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন পীরে কামেল মাওলানা মাহতাব উদ্দীন খান রহ.। মাওলানা আব্দুল গাফফার খান প্রতিষ্ঠাতার পৌত্র।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *