চট্টগ্রাম বাংলাদেশ

চবিতে আ্যরাবিক ডিবেটিং ক্লাবের আন্তঃ বিতর্ক প্রতিযোগিতা

IMG 20231013 142611 340
print news
মোঃ আমিনুল ইসলাম, চবি প্রতিনিধি : শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের ১ম বর্ষের কক্ষে আ্যরাবিক ডিবেটিং ক্লাবের আন্তঃ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।’ তথ্যপ্রযুক্তির অপব্যবহারে কিশোর অপরাধ বাড়ছে ‘ এই বিষয় নিয়ে ছায়া সংসদে ঝড় তুলেছেন বিতার্কিকরা।এই বিষয়ে পক্ষে দলে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার, নোমান ইবনে মোসলেহ উদ্দিন ও প্রথম বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ এবং বিরোধী দলে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা, রিয়াদ উদ্দিন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু নাঈম জিহাদ। যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছে বিষয়ের বিপক্ষে থাকা দল এবং রানার আপ হয়েছে বিষয়ের পক্ষে থাকা দল ।এই প্রতিযোগিতায় ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু নাঈম জিহাদ  এবং টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয়েছেন যুগ্মভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ, মোহাম্মদ আশরাফ তানজু, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডা. মোঃ নুরুল ইসলাম ও ড. মোঃ ওসমান মেহেদী। বিতর্ক শেষে বিতার্কিকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন এবং সকলের উদ্দেশ্যে   বিতর্কের গুরুত্বপূর্ণ দিক ও প্রয়োজনীতা তুলে ধরেন তারা। বক্তব্য শেষে পুরস্কার বিতরণ পর্বে প্রতিযোগীদের ভিতর   ক্রেস ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আ্যরাবিক ডিবেটিং ক্লাবের সভাপতি জাহিদ ফরিদ। তার  সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *