বরিশাল বাংলাদেশ শিক্ষা

ঝালকাঠির জেবুন্নেছা বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাড়ি থেকে প্রশ্নপত্র ও খাতা উদ্ধার

Question papers and notebooks were recovered from the students house
print news

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষায় এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।  বুধবার দশম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় সহকারী কমিশনার (ভুমি) মো.সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরু হয়। দুটি পরীক্ষা দেয়ার পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে জানান। পরে তিনি কতৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন। ওই ছাত্রীর অসুস্থতায় মানবিক কারণে এ কাজ করেছেন স্বীকার করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কর্তৃপক্ষের অনুমতি নেয়াটা উচিত ছিলো। আমি কারো অনুমতি নেইনি। আমার ভুল হয়ে গেছে। এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল  বুধবার সকালে ওই স্কুলে পরিদর্শনে যান। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, প্রধান শিক্ষক লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। খাতা, প্রশ্নপত্র ও স্বীকারোক্তি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *