চট্টগ্রাম বাংলাদেশ

ঈদগাঁও উপজেলায় সরকারী হাসপাতাল নির্মানের দাবী এলাকাবাসীর 

edgao
print news
এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)   : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি সরকারী হাসপাতাল নির্মানের দাবী এলাকাবাসীর।এতে বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা গুলোর অন্যতম চিকিৎসা সেবায় সুফল পাবে লোকজন। সদরে ৩৩ কিলোমিটার দূরে ঈদগাঁওর সাধারন লোকজনকে জরুরী চিকিৎসা সেবা নিতে নানানভাবে হিমশিম খেতে হয়, ভোগান্তিও চরমে। জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর বিপুল জনগোষ্ঠীর কথা বিবেচনা করে পূর্বে ঈদগাঁওতে একটি ২০ শয্যার  হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালে স্থানীয় পর্যায়ে যাচাই বাছাই করার পর সিএমএম ইউ ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিবেদন দিয়েছিলেন। দীর্ঘকাল অতি বাহিত হলেও অদ্যবধি এ সংক্রান্ত ফাইলটি এখনো আলোর মুখ দেখেনি। সদরের সাবেক এক স্বাস্থ্য কর্মকর্তা আন্তরিকতার সাথে কাজ করলেও তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রের তৎকালীন মেডিকেল অফিসার ডা: কামরুল আজাদ।
আরো জানা যায়, ঈদগাঁওতে পূর্ণাঙ্গ হাসপাতালের চাহিদ থাকা সত্বেও দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্র দিয়েই চিকিৎসা সেবা চলছে। এতে স্বল্প সংখ্যক মানুষ চিকিৎসা সেবার আওতায় আসলেও বৃহৎ একটি অংশ চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত।   এছাড়াও ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ, পোকখালী ও ঈদগাঁও ইউনিয়নের হাজার হাজার জনগোষ্ঠী সরকারী চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য কেন্দ্র বা সদর হাসপাতালসহ নানা ক্লিনিকে যাচ্ছে।পাঁচ ইউনিয়ন ছাড়াও অন্যন্যা এলাকার হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। ঈদগাঁওতে পূর্ণাঙ্গ সরকারী হাসপাতাল প্রতিষ্ঠার দাবী সচেতন এলাকাবাসীর। স্বাস্থ্যকর্মী আবদুল্লাহ মিয়াজী ও ব্যবসায়ী খালেক জানান,জনগুরুত্বপূর্ণ এলাকা বিধায় জন প্রতিনিধিরা আন্তরিক হলে হাসপাতাল করা সম্ভব।  ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি ও ঐক্য পরিবারের এডমিন রেহেনা আক্তার কাজল জানান, প্রসূতি মা রোগীসহ অপরাপর রোগীদের কথা বিবেচনা করে যদি ঈদগাঁওতে সরকারী হাসপাতাল করা হয়,তাহলে ভাল হত। পাশাপাশি অর্থও সাশ্রয় হতো। শিক্ষক মহিউদ্দিন মাহী জানান, এটি সামাজিক প্লাটফর্ম ঐক্য পরিবারের দীর্ঘদিনের যুক্তিক দাবী।হাসপাতাল বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে পদক্ষেপ নিলে হয়তো বা ঈদগাঁওবাসী সরকারী হাসপাতাল পেতেই পারে। শহিদুল ইসলাম নামের এক সচেতন যুবক জানান,ঈদগাঁওতে একটা ভালো হসপিটাল নেই। রোগীর অবস্থা খারাপ হলে ইসলামপুর থেকে ৩৮ কিলো মিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজার নিতে গিয়েই রোগীর অবস্থা কাহিল হয়ে যায়। ঈদগাঁওর সাধারণ মানুষ,মা -বোনরা  চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই সময়ের দাবি উপজেলা সরকারি হাসপাতাল।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *