কুয়াকাটায় ডিবি পুলিশ ও থানা পুলিশের অভিযানে পৃথক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-৩


আব্দুল কাইয়ুম (আরজু), উপকূল প্রতিনিধি (পটুয়াখালী) :
পটুয়াখালীর কুয়াকাটায় ১কেজি গাজা ও ২০৩ পিস ইয়াবাসহ আমির গাজী(৫৩) ও নুরজামাল হাওলাদার(৪৫) নামে দুইজঙ্কে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। অপরদিকে ১কেজি গাঁজা সহ আজিজ(৩৬) সোর্সকে আটক করেছে পটুয়াখালী ডিবি পুলিশ। পৃথক ঘটনা দুটি ঘটে শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পরে। গ্রেপ্তারকৃত আসামি আমির গাজী ও নুরজামাল হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তাদেরকে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের রাখাইন মহিলা মার্কেট সংলগ্ন রাখাইনদের একটি বাড়িতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান কালে আজিজ(৩৬)কে সন্দেহভাজন গ্রেপ্তার করা হয়।মহিপুর থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবীনপুরে আমীর গাজীর নিজ বসত ঘরের মধ্যে মাদক বেচাকেনার সময় নুরজামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে পটুয়াখালী জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, আজিজ নামের এক সোর্স কুয়াকাটা একটি জায়গায় মাদক ক্রয় বিক্রয় চলছে মর্মে মুঠোফোনে তথ্য দিলে ডিবি পুলিশের একটি টিম কুয়াকাটা পৌঁছালে সোর্স আজিজ তাদের রিসিভ করেন। এবং স্থানীয় রাখাইদের পাড়ায় মাদক ক্রয়-বিক্রয়ের স্থান দেখিয়ে দেন। পরে তল্লাশিতে সে বাসায় কোনো মাদকের সন্ধান মেলেনি। অভিযান চলাকালে সোর্স আজিজের দেখানো বাসার পেছনের দিকে টিনের চালে একটি শব্দ পেয়ে সেখানে গিয়ে চালের উপড়ে একটি বাজার ব্যাগ পাওয়া যায়। রাখাইন হেমাতি ও তার দেবরের দুই ঘরের মাঝখান থেকে সেই ব্যাগের মধ্যে কালো কস্টিপে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক আজিজ নামের সেই সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী ডিবি কার্যালয় নিয়ে গেলে প্রাথমিকভাবে সে গাঁজা সরবরাহের কথা স্বীকার করেন বলে জানান পটুয়াখালী ডিবির পুলিশের অফিসার ইনচার্জ আজমুল হুদা। তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ সোর্স আজিজকে গ্রেফতার করে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খাঁন জানান, ডিবি পুলিশ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। পৃথক ঘটনায় রিতিমতো দুটি মামলা দায়ের করে আসামিদের শনিবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।